Select language to read news in your own language

নেশনস লিগ জয়ের পরও আল-নাসরে থাকছেন রোনাল্ডো, ৩০ জুন শেষ চুক্তির মেয়াদ


পর্তুগালকে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান নেশনস লিগ শিরোপা এনে দেওয়ার পর, নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান ঘটালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি নিশ্চিত করেছেন যে, চলতি মৌসুম শেষ হওয়া পর্যন্ত তিনি সৌদি ক্লাব আল-নাসরেই থাকছেন।

রোনাল্ডোর বর্তমান চুক্তি ২০২৫ সালের জুন ৩০-এ শেষ হওয়ার কথা। তবে ইউরোপে প্রত্যাবর্তনের গুঞ্জনের মাঝে রোনাল্ডো জানিয়ে দিলেন, “আমি এখনও আল-নাসরের খেলোয়াড়। ক্লাবের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এবং আমি সেই প্রতিশ্রুতি রাখব।”

রোনাল্ডোর এমন ঘোষণায় সৌদি ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি, আন্তর্জাতিক পর্যায়ে পর্তুগালের হয়ে তাঁর সাফল্য রেকর্ডকে আরও শক্তিশালী করেছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon