সংবাদদাতা, সিউড়ি
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জবাব দিলেন শুভেন্দু অধিকারীর মিথ্যাচারের। বীরভূমে এসে একাধিক মিথ্যাচার করেন শুভেন্দু অধিকারী জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। সেগুলো যে পুরোপুরি মিথ্যে, তা স্পষ্ট জানিয়ে দেন কাজল শেখ।
তিনিবলেন, গদ্দারের এই মিথ্যাচারের ও অপপ্রচার জবাব আদালতে দেবেন। সভাধিপতি হওয়ার জন্য রাজনীতিতে যে দীর্ঘ আত্মত্যাগ করতে হয়েছে তাঁকে ও তাঁর পরিবারকে সেটা গদ্দার জানেন না। তাঁর দুই দাদাকে খুন হতে হয়েছে সিপিএমের হার্মাদের হাতে। সেখান থেকে দীর্ঘ দিন সিপিএমের বিরুদ্ধে লড়াই করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতেই সভাধিপতির চেয়ারে বসেছেন। যেমন দল নির্দেশ দেয়, সংগঠনের কাজ সেই ভাবেই চলে।
শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কাজল শেখ বলেন, ১০০টায় ১০০টাই মিথ্যা বলে এই গদ্দর তৃণমূলে যখন ছিলেন তখন বেশ কয়েকবার ওঁর সঙ্গে দেখা করেছি। তখন তিনি পদ পাওয়ার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে বসে থাকতেন। দিদি এই গদ্দারকে অলংকৃত করেছিলেন একাধিক পদে বসিয়ে । কিন্তু তিনি অপব্যবহার করেছেন মুখ্যমন্ত্রীর এই সহায়তাকে। দুর্নীতিতে ডুবে গিয়ে ইডি (ED) , সিবিআইয়ের (CBI) ভয়ে বিজেপিতে যোগদান করেন, এখন সাধু সাজছেন।