Select language to read news in your own language

বিজেপির জাদু এখন তৃণমূলের হাতে

নরেন্দ্রনাথ কুলে 



মাননীয়া প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী বাংলায় এলেন গত মাসের একেবারে শেষদিকে একদিনের ব্যবধানে আলাদাভাবে । তাঁদের বাংলায় আগমনে একটাই কথা কেন্দ্রীয় সরকারের গুণকীর্তন করা । নিজেদের ঢাক নিজেদেরই বাজাতে হয়। অবশ্য জঙ্গি মোকাবিলায় 'অপারেশন সিঁদুর' দেশজুড়ে জাতীয়তাবাদের যে-আবহ তৈরি করেছিল তা ঘটনা পরবর্তী সময়ে পৃথকভাবে মানুষের মনে আরো জোরালো বার্তা পৌঁছে দিতে তাঁরা প্রথম বাংলা থেকেই শুরু করলেন । বাংলায় বিজেপির আধিপত্য কোনভাবেই তাঁরা প্রতিষ্ঠিত করতে পারেন নি । তাঁদের এই তৎপরতা বলে দেয় ভোটের আগমন হতে আর বেশি দেরি নেই। বিগত কয়েকটি ভোটে দিল্লী-কলকাতা পথে তাঁদের নিত্যযাত্রা সেই বার্তাই দিয়েছিল । আজকে আবার সেই বার্তা নিয়ে তাঁরা আবির্ভূত হয়েছেন এই বাংলায় । গৃহমন্ত্রীর হুঙ্কার সেই বার্তার মান্যতা দিয়েছে । বাংলায় বিজেপির আধিপত্য পেতে তাঁর হুঙ্কার কতটা কাজে আসবে তার বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকগণ করবেন । কিন্তু বাংলায় বিজেপির আধিপত্য রাজনৈতিকভাবে না এলেও তৃণমূল দল ও তার সরকারকে বিজেপির সংস্কৃতি ভূত তাড়িয়ে বেড়াচ্ছে প্রতিনিয়ত । এ কথা আজ প্রকাশ্যে তৃণমূল বলবে না, কিন্তু তাদের আচরণ বলে দিচ্ছে । এটা কি বিজেপির কম পাওনা ? যদি বলেন সে আবার কি ? বিজেপির হিন্দু তোষণ আর তৃণমূলের মুসলিম তোষণ সকলেরই জানা, তাহলে আলাদা করে কি ?
এই সময়ে রামনবমী, হনুমান জয়ন্তী বাংলায় উৎসবের আকার নিয়েছে । সেই উৎসব শুধু বিজেপি ও তার সমর্থকদের মধ্যে সীমাবদ্ধ নয় তা তৃণমূলের সংস্কৃতিতে ভালোরকম ছায়া ফেলেছে । তার একটাই উত্তর, ধর্মের জন্য ধর্মাচরণ নয় । উদ্দেশ্য ভোট ও ভোট ব্যাংক। মন্দির সংস্কৃতির একচ্ছত্র আধিপত্য বিজেপি র । কিন্তু সেখানেও থাবা বসালেন তৃণমূল ও তার সুপ্রিমো । দিঘার 'জগন্নাথ মন্দির' নির্মাণে ও উদ্বোধনে বাঙালির পুরীপ্রীতি কিংবা জগন্নাথ ভক্তদের আবেগকে তৃণমূল সুপ্রিমো ভোটপ্রীতি করার লক্ষ্য নেবে এতে আর নতুন কিছু নয় । তবে বাংলায় বিজেপির রাজনৈতিক আধিপত্য না এলেও, তৃণমূলের ওপর তাদের সংস্কৃতির আধিপত্য ঘটাতে পেরেছে এটা কম কথা নয় । 
শুধু হিন্দুত্ব দিয়ে বাংলাকে বিজেপির জয় করা সম্ভব হবে না । তাই বাংলায় 'অপারেশন সিঁদুর' দিয়ে আলাদাভাবে প্রভাব ফেলার কাজে লাগাতে চেষ্টা করতেই পারে । কিন্তু 'অপারেশন সিঁদুর' চলাকালীন এই বাংলার জওয়ান (মুসলিম) প্রাণ দিয়েছেন । এখানে বিজেপি 'সিঁদুর' প্রচার করে সঠিকভাবে সেই প্রচার কাজে লাগাতে পারবে না । তাই বর্তমানে বিজেপির থেকে তৃণমূল ধর্মের রাজনীতিতে বাংলায় অনেকটাই এগিয়ে আছে । সংসদীয় রাজনীতির শুরুটা তৃণমূল সুপ্রিমো বিজেপির হাত ধরেছিলেন । সেই হাতের স্পর্শে বিজেপির জাদু এখন তৃণমূলের হাতে ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: