Select language to read news in your own language

বন্দুক সহ কার্তুজ! তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার অস্ত্রের সম্ভার



সোমনাথ চৌধুরী 

বছর শেষেই রাজ্যে বিধানসভা ভোট (State Assembly Elections)। তা নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে রাজ্য জুড়ে । আর এই আবহে পানিহাটিতে  তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতার বাড়ি থেকে উদ্ধার হল অস্ত্রের সম্ভার। বন্দুক থেকে কার্তুজ, একাধিক সামগ্রী উদ্ধার করেছে  পুলিশ। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে, সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নইম আলি নামের  তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশি চালাতেই খোঁজ মেলে একাধিক অস্ত্রের।স্টেন গান, পাইপ গান থেকে সেনার ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয় উক্ত তৃণমূল নেতার বাড়ি থেকে। কাউন্সিলর ঘনিষ্ঠ ওই তৃণমূল কর্মীকে আগরপাড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

অস্ত্রের সম্ভারের উদ্ধারের এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । নইম ওরফে নেপালি কোথা থেকে এত রকমের অস্ত্র পেলেন ? সেগুলো কেন করেছিলেন নিজের বাড়িতে জড়ো ? এমন একাধিক প্রশ্ন দেখা উঠতে শুরু করেছে । ধৃতকে তৃণমূল নেতাকে জেরা করার পর সকল তথ্য সামনে আসবে বলে মনে করছে পুলিশ।

উক্ত বিষয়ে ব্যারাকপুরের বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বলেন,  অপরাধীদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্পূর্ণ এলাকা। তৃণমূল কংগ্রেসের অনুমতি ছাড়া ওখানকার কোনও বাড়িতে  ইটও গাঁথা সম্ভব নয়।

যদিও ধৃতকে তৃণমূল (TMC) কর্মী হিসেবে  মানতে নারাজ অরূপ চক্রবর্তী, বরং তাঁকে অর্জুনেরই লোক বলে দাবি করেন তিনি। অরূপ চক্রবর্তী বলেন, নইম আলি ওরফে নেপালি তৃণমূলের কেউ নয়।জিজ্ঞাসাবাদ করলেই জানা যাবে, নইম আলি অর্জুন সিংয়েরই লোক।

নিজের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধারের পর নেপালিকে আগরপাড়া থেকে  গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল (Trinamool Congress) কর্মী বলেই খবর।নইম আলিকে জেরা করে কী তথ্য উঠে আসে সেটাই এখন দেখার।
 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: