সাতসকাল নিউজ :
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ ভারতীয় চলচ্চিত্রের হয়ে ইতিহাস গড়লেন অনুপর্ণা রায়। তাঁর পরিচালিত ছবি Songs of Forgotten Trees সেরা পরিচালকের সম্মান অর্জন করেছে। আন্তর্জাতিক মঞ্চে এই ছবিটি ছিল ‘অরিজন্টি’ প্রতিযোগী বিভাগের একমাত্র ভারতীয় এন্ট্রি, যা শেষ পর্যন্ত ভারতকে এনে দিলো গৌরবের এক বিশেষ আসন।
পুরস্কার হাতে পেয়ে অনুপর্ণা রায় জানিয়েছেন, এই অর্জন শুধুমাত্র তাঁর ব্যক্তিগত নয়, সমগ্র ভারতীয় চলচ্চিত্রজগতের। সমকালীন সামাজিক বাস্তবতা, প্রকৃতি এবং মানুষের অন্তর্দ্বন্দ্বকে ফুটিয়ে তোলার জন্য ছবিটি ইতিমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
ভারতীয় সিনেমার নতুন প্রজন্মের জন্য এই জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় সৃজনশীলতার স্বীকৃতি মিলেছে আবারও, আর অনুপর্ণা রায়ের এই জয় প্রমাণ করে দিলো—ভারতের চলচ্চিত্র জগত বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের জায়গা দৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম।