সাতসকাল নিউজ :
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মাত্র ১১ মাস ক্ষমতায় থাকার পরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেওয়া এই অভিজ্ঞ রাজনীতিক রবিবার ঘোষণা করেন, শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সাম্প্রতিক নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ায় তিনি আর দায়িত্বে থাকবেন না। নির্বাচনে এলডিপি দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, যা দল ও সরকারের ভেতরে প্রবল চাপ তৈরি করেছে।
ইশিবা এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমার পদে আটকে থাকার কোনও মানে হয় না। এখন সময় এসেছে দায়িত্ব নতুন নেতৃত্বের হাতে তুলে দেওয়ার।” তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ট্যারিফ আলোচনায় গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের পরই পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। ওই আলোচনার ফলে দুই দেশের মধ্যে শুল্ক প্রায় ১৫ শতাংশ কমানো হবে বলে আশা করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও দুর্নীতি বিরোধী ইস্যুতে জনরোষই নির্বাচনে এলডিপির ভরাডুবির মূল কারণ। বিরোধীদের শক্তিশালী হয়ে ওঠা এবং দলের অভ্যন্তরীণ অসন্তোষ ইশিবার অবস্থান আরও দুর্বল করে দেয়।
এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন, এলডিপির পরবর্তী সভাপতি কে হবেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী সানেই টাকাইচি এবং তরুণ নেতা শিনজিরো কোইজুমি। বিনিয়োগকারীদের দৃষ্টি বিশেষভাবে কোইজুমির অর্থনৈতিক নীতির দিকে রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১৫ বছরে এই প্রথম কোনও জাপানি প্রধানমন্ত্রী নির্বাচনী পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করলেন। ইশিবার এই সিদ্ধান্তে দেশটির রাজনীতিতে নতুন অনিশ্চয়তার সূচনা হলো।