বিষয়া ভৌমিক :
জমি বিবাদে দুই গোষ্ঠীর মধ্যে রণক্ষেত্র। মালদার চাঁচলে আহত দুই গোষ্ঠীর একাধিক ব্যক্তি ।জমি বিবাদ-কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো চাঁচলের কনুয়া এলাকা।ইট, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর চড়াও হয় দুই পক্ষের লোকজন ।মুহূর্তে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা ।সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি রক্তাক্ত হন।গুরুতর আহত হন মতিয়ুর গোষ্ঠীর বেশ কয়েকজন ।তাঁরা সকলেই এখন চাঁচল মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ।অপরদিকে সালাম গোষ্ঠীর কয়েকজন চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ।
স্হানীয় সূত্রের খবর ,দীপু প্রামাণিকের জমির অংশীদারিত্ব নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ।আব্দুল সালাম এক অংশীদারের কাছ থেকে জমি কিনে ছিলেন অপরদিকে মতিয়ুর আর একজন অংশীদারের কাজ থেকে জমি নেন ।দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল ,আজ সকালে আমিন জমি মাপতে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।প্রথমে বাক-বিতন্ডায় তারপরে লাঠি সহ ইট-পাঠকেল নিয়ে একে অপরের উপর হামলা চালায় ।খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
মতিয়ুর পক্ষেররদাবি ,এখানে জমি কিনেছি আমরা। আমিন এসেছিলেন মাপ-যোগ করতে ।ওরা বাঁধা দেয়, বাইরে থেকে লোকজন এনে আমাদের আক্রমণ করে।
অপরদিকে সালাম পক্ষের দাবি, গতকালই থানায় অভিযোগ করেছি ,ওই জমি রয়েছে আমাদের কাছে ।ওরা আজ বাইরে থেকে লোকজন এনে মাপ-যোগ করছিল ।আমরা বাঁধা দিতে গেলে বেধড়ক মারধর করে ।
এবিষয়ে তৃনমূল নেতা অনিমেষ পান্ডে বলেন ,কনুয়ায় জমি নিয়ে যে ঝামালা হয়েছে সেটা তাদের ব্যক্তিগত বিবাদ ।পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ ।দোষী উপযুক্ত শাস্তি পাবে।