Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Operation Akhal : 'মহাদেব' শেষ হতেই 'অপারেশন অখল' শুরু ! ফের জঙ্গি সাফাই অভিযান শুরু কাশ্মীরে


বিষয়া ভৌমিক :

ভারতীয় সেনা ফের সক্রিয় কাশ্মীরে। ‘অপারেশন মহাদেব’-এর ঠিক পাঁচ দিন পরেই এবার শুরু হল আরেক জঙ্গি সাফাই অভিযান ‘অপারেশন অখল’ (Operation Akhal)। শুক্রবার থেকে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার এক বিস্তীর্ণ বনভূমি এলাকায় সেনা ও পুলিশ যৌথ উদ্যোগে এই জঙ্গি সাফাই অভিযান শুরু করেছে।শনিবার সকালে সেনার  গুলিতে এক জঙ্গি খতম হয়েছে বলে সূত্রের খবর।

জানা যাযচ্ছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ এই অভিযান শুরু করে।জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল বনঘেরা অঞ্চলে। শনিবার সকালে  জঙ্গিরা গুলি ছোড়ে সেনার উপস্থিতি টের পেয়ে , জবাবে পালটা গুলি চালায় সেনাও। সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। তবে ওই অঞ্চলে আরও কয়েকজন লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে , তাই এখনও গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে সেনাবাহিনীর তরফে।

ভারতীয় সেনাবাহিনী অপারেশন অখল’-এর (Operation Akhal) মাধ্যমে কাশ্মীরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: