ছত্তিশগড়ের বস্তর অঞ্চলের ১৪টি গ্রামে এই স্বাধীনতা দিবসে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হবে—যা দীর্ঘদিনের মাওবাদী প্রভাব ও ভয়ের আবহ ভেঙে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
বছরের পর বছর এই এলাকাগুলোতে মাওবাদী হুমকির কারণে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় অনুষ্ঠান প্রকাশ্যে পালন সম্ভব হয়নি। এবার নিরাপত্তা জোরদার এবং প্রশাসনের সক্রিয় উদ্যোগে সেই বাধা কেটে গেছে।
প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ শুধু প্রতীকী নয়, বরং গ্রামবাসীর মধ্যে আত্মবিশ্বাস ও দেশাত্মবোধ জাগিয়ে তুলবে, পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রমের পথ প্রশস্ত করবে।
প্রথমবার স্বাধীনতা দিবসে তেরঙা উড়বে বস্তরের ১৪ গ্রামে
Thursday, August 14, 2025