রাজীব সিকদার
" যেকোনো বুর্জোয়া রাষ্ট্রে - যাঁরাই গণতন্ত্র, স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং মনুষ্যত্বের মর্যাদা স্বপক্ষে লড়াইতে শরিক হয়েছেন, তাঁদের কাছে আমরা ইতিহাসের যে মূল্যবান দিকটি তুলে ধরতে চাই তা হল এই:
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে বিশ্ব পুঁজিবাদ সংকটের তৃতীয় পর্যায়ে পড়ে চরম প্রতিক্রিয়াশীল শক্তি হিসাবে বুর্জোয়া গণতন্ত্রের সমাধি রচনা করে ফ্যাসিবাদের পথে সমাধান খুঁজছে। যে বুর্জোয়া শ্রেণী একদা মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে সাম্য - মৈত্রী - স্বাধীনতার মহান পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছিল, আজকের যুগে সেই বুর্জোয়া শ্রেণীই ইতিহাসের অমোঘ নিয়মে হয়ে দাঁড়িয়েছে চরম স্বৈরাচারী - সাম্য - মৈত্রী - স্বাধীনতার মহান আদর্শের ঘোরতর শত্রু। স্বাধীনতা, ন্যায় বিচার, আইনের শাসন, প্রশাসনিক নিরপেক্ষতার নীতি, মনুষ্যত্বের মর্যাদাকে দু'পায়ে মাড়িয়ে জরাগ্রস্ত পুঁজিবাদ ধরাপৃষ্ঠ থেকে বিদায় নেবার প্রহর গুনছে। এ পুঁজিবাদ হল মানব প্রগতি এবং সমাজ প্রগতির পথে প্রধান প্রতিবন্ধক।
তাই বিভিন্ন বুর্জোয়া দেশে যে-সব মানবতাবাদী, গণতন্ত্রপ্রেমী মানুষ আছেন, যাঁদের ন্যায় বিচারের ধারণা ও বিবেক বুর্জোয়াদের টাকায় কেনা যায়নি, যাঁরা আজও গণতন্ত্রের পুনরুজ্জীবনের জন্য লড়ছেন, তাঁদের এই সত্য বুঝবার দিন এসেছে যে, আজকের দিনে যাঁরাই প্রকৃত গণতান্ত্রিক অধিকার ন্যায়নীতি এবং মানুষের মর্যাদার জন্য লড়ছেন, তাঁদেরকে বাস্তবে এই জরাগ্রস্ত পুরনো পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলে নুতন উন্নততর সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে অংশগ্রহণ করতেই হবে। এখানেই তারা পাবেন পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার, ন্যায় বিচার এবং মনুষ্যত্বের উন্নততর ধারণার বাস্তব রূপায়ণ। প্রকৃত সাম্যবাদীরা এই সংগ্রামে অগ্রসারি সৈনিক।
"স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার ও মনুষ্যত্বের মর্যাদার যে উচ্চ আদর্শ একদিন মধ্যযুগীয় সামন্তী বর্বরতার অবসান ঘটাবার লড়াইয়ের পতাকায় শোভা পেয়েছিল, তা বুর্জোয়ারা ফেলে দিয়েছে। যে পতাকা নতুন তাৎপর্য নিয়ে পুরনো, ঘুণে ধরা বুর্জোয়া সমাজকে ভেঙে নুতন সমাজতান্ত্রিক সমাজ ও উন্নততর সভ্যতার জন্ম দেবার আহ্বান জানাচ্ছে, প্রকৃত সাম্যবাদীরা সমাজ প্রগতির সেই ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরে সমাজের শোষিত মানুষকে ডাক দিয়ে জানাচ্ছে- পুরানো, জীর্ণ, বুর্জোয়া সমাজের কাছ থেকে অবক্ষয় আর গ্লানি কুড়ানো ছাড়া পাবার আর কিছুই নেই । তাই একে ফেলে দিয়ে, নুতন যে সমাজতান্ত্রিক সমাজ ও উন্নততর সভ্যতা অপেক্ষা করছে, তাকে জয় করার সংগ্রামে নেমে এসো"।
বুর্জোয়া গনতন্ত্র প্রসঙ্গে (আগস্ট ২০১৪): সম্পাদনা মানিক মুখার্জী, গণদাবী পত্রিকা, পৃষ্ঠা ২২-২৩

