নরেন্দ্রনাথ কুলে
কলকাতার অদূরে সম্প্রতি একটি ঘটনার খবর বাংলার সামাজিক পরিবেশের এক ব্যতিক্রম চিত্র বলে এড়িয়ে যাওয়া যায় না । দিনের আলোয় পথের ধারে খোলা জায়গায় মদ্যপানের বিরোধিতা করার অপরাধে মদ্যপায়ী যুবক-যুবতী এক শিক্ষককে মারধর করেছে । মদ্যপায়ী যুবক-যুবতী রা সত্যিই কি দোষী । তারা যে সমাজের যে পরিবেশের সেই সমাজ ও পরিবেশের তারা প্রতিনিধি, নাকি তারা সেই সমাজ ও পরিবেশের ব্যতিক্রমী প্রতিনিধি।
মদ্যপান আজ অতি আধুনিক জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অভাব আর স্বভাব, এই এক জায়গায় কোন পার্থক্য রাখে না । পার্থক্য তাদের শুধু মূল্যের আভিজাত্যে । উৎসব এখন মদ্যপান ছাড়া উপভোগ্য নয় । উৎসব ছাড়া 'পার্টি' নামক সংস্কৃতির চেহারায় ঘরোয়া, অফিসিয়াল, ব্যবসায়িক নামক বিভিন্ন স্তরে মাদক ছাড়া এই সংস্কৃতির আভিজাত্য প্রমাণিত হয় না । এই সংস্কৃতির বাহক এই যুবক-যুবতীরা আর ধারক অবশ্যই আজকের দিনে রাষ্ট্রীয় প্রশাসন । রাষ্ট্রীয় প্রশাসন আজ মদ্যপানের ব্যবস্থা করে দিচ্ছে পাড়ার অলিতে-গলিতে । এই ব্যবস্থা থেকে রাষ্ট্রের কোষাগার ভরে উঠছে । বাংলায় রাজস্ব বৃদ্ধির জন্য সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে মদ বিক্রির উপর যা অন্য রাজ্যকেও উৎসাহিত করছে বলে খবরে প্রকাশ । আর এই পদক্ষেপ আশাতীতভাবে সফল । এভাবে রাজস্ব না এলে বাংলার সমাজকল্যাণ বা জনস্বাস্থ্য প্রকল্পগুলি হয়তো অচল হয়ে যেত । সমাজকল্যাণ আর জনস্বাস্থ্য প্রকল্পের জন্য মদ বিক্রি সামাজিক কর্তব্য নাকি প্রশাসনিক কর্তব্য ? আর সেই কর্তব্য তাহলে সমাজ ও জনগণের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই বলে বলা যায় । তাহলে এটাই বাংলার উন্নয়নের সংস্কৃতির একটি অপরিহার্য অংশ।
মদ-সংস্কৃতি এখন উন্নয়ন-সংস্কৃতিকে পুষ্ট করছে বলেই সমাজ ও সংস্কৃতির উন্নয়ন ব্যাহত হতে পারে । তাই রাজস্ব বাড়াবার জন্য মদের দোকান সিপিএম সরকারের আমলে যা ছিল এখন তার দ্বিগুণ ।
পথ,আলো উন্নয়নের প্রতীক । তার জন্য রাজস্ব আদায়ে মদ-সংস্কৃতির প্রচার ও প্রসার সাংস্কৃতিক পরিবেশকে সমৃদ্ধ করে কিনা বেলঘরিয়ার মদ্যপ যুবক-যুবতীরা দেখিয়ে দিল । মদ-সংস্কৃতিতে সরকারের চালু প্রকল্পে (কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী) আসা মানুষজন এই সমাজে সুস্থ মন আর সুস্থ দেহ নিয়ে বাঁচতে পারবে ! মদ-সংস্কৃতিতে সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় বাড়ে, পারিবারিক অশান্তি বাড়ে, নারী নির্যাতন বাড়ে । এ কথা এখন আর নতুন করে বলতে হয় না । যে সংস্কৃতি রাষ্ট্র্রীয় প্রশাসনের মদতে বৃদ্ধি পায়, তা শুধু এই যুবক-যুবতীর উন্মত্ততার দোষে ঢাকা পড়ে যায় কি ?

