পদ্মাবতী বসু
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে রেকর্ড করলেন । নিজের রেকর্ড নিজেই ভেঙে ভাষণে এখন পর্যন্ত তিনিই প্রথম হলেন । ৭৯তম স্বাধীনতা দিবসে ১০৩ মিনিট ভাষণ দিয়েছেন । গত স্বাধীনতা দিবসে ভাষণ দিয়েছিলেন ৯৮ মিনিট । এর আগে দীর্ঘ ভাষণের অধিকারী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু । ১৯৪৭ সালে ৭২ মিনিট নেহেরুজী ভাষণ দিয়েছিলেন । সবথেকে কম সময়ের ভাষণ ছিল ১৪ মিনিট । এই ভাষণ দিয়েছিলেন ১৯৫৪ সালে নেহেরু এবং ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধী। নরেন্দ্র মোদীর স্বল্প সময়ের ভাষণ এখনো পর্যন্ত ৫৬ মিনিট যা ২০১৭ সালে দিয়েছিলেন । দীর্ঘ সময় ভাষণে তিনি যেমন রেকর্ড করলেন, তেমন লাগাতার ১২ টি স্বাধীনতা দিবসের ভাষণে ইন্দিরা গান্ধীর রেকর্ড স্পর্শ করলেন । এ বিষয়ে নেহেরুর রেকর্ড ছুঁতে আরো ৫টি স্বাধীনতা দিবসের প্রয়োজন । নেহেরুর রেকর্ড ভাঙার পরিস্থিতি পাবেন কিনা তা সময় বলবে ।