Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ভুয়া পরিচয়পত্রসহ গ্রেফতার Bangladeshi actress শান্তা পাল, বড় চক্রের আশঙ্কা


২৮ বছর বয়সী বাংলাদেশি অভিনেত্রী শান্তা পালকে ভুয়া ভারতীয় পরিচয়পত্র রাখার অভিযোগে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁর কাছ থেকে দুটি ভুয়া আধার কার্ড এবং একটি ভোটার আইডি উদ্ধার করা হয়েছে।

শান্তা পাল বাংলাদেশে মডেলিংয়ের পাশাপাশি মিস এশিয়া গ্লোবাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বাংলা ও তেলুগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। পুলিশের সূত্রে খবর, তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনায় আরও বড় কোনও চক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

এই গ্রেফতারের ঘটনায় চলচ্চিত্র জগতে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন কীভাবে শান্তা পাল ভুয়া নথি সংগ্রহ করলেন এবং এর সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon