Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

SIR আবহে TMC-র মেগা বৈঠকের ডাক অভিষেকের

সাতসকাল নিউজ :

ভোটার তালিকা সংশোধন নিয়ে  জল্পনাঅব্যাহত গোটা রাজ্যে।জোর চর্চা চলছে বিহারের মতোই এ রাজ্যেও SIR চালু হবে কিনা তা নিয়ে। গত মার্চ মাসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ভোটার তালিকা সংশোধন নিয়ে দলের  সব স্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। এবার আগামী ৮ ই অগাস্ট ফের বৈঠকের ডাক দিয়েছেন  তিনি। SIR এর আবহে উক্ত বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

৮ ই অগাস্ট বৈঠক শুরু হবে বিকেল ৪ টে নাগাদ। তৃনমূল (Trinamool) সূত্রের খবর,  উক্ত বৈঠকে যোগ দিতে বলা হয়েছে সর্বস্তরের নেতৃত্বকে। সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভার ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদের সকল সদস্য সহ  পঞ্চায়েত সমিতির সভাপতিদেরও বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে বৈঠকে।

এছাড়াও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য কমিটির সদস্য সহ কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরদের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। থাকতে বলা হয়েছে বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সদস্যদেরও সাথে থাকতে বলা হয়েছে দলের শাখা সংগঠনগুলির সভাপতিদেরও। তৃণমূল (Trinamool Congress) সূত্রে খবর, উক্ত বৈঠকে যোগ দেবেন ৪ হাজারেরও বেশি নেতা।


উল্লেখ্য, ভুয়ো ভোটার ধরতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) গত এপ্রিল মাসে সাংগঠনিক স্তরে কর্মসূচি শুরু করেছিল। দলের সর্বস্তরের নেতাদের ডেকে মহাসম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন একাধিক রাজ্যে বিভিন্ন লোকের নামে রয়েছে  একই এপিক নম্বর দিয়ে ভোটার কার্ড। ওই কর্মসূচির পুরোটার দ্বায়িত্বে ছিল ভোটকুশলী সংস্থা আইপ্যাক।

এসআইআর (SIR) আবহে বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এবার হাত লাগাতে হবে ভোটিং তালিকা সংশোধনের কাজে। দলীয় সূত্রে খবর, আগামী বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সংশোধনীর কাজ কোন প্রক্রিয়ায় হবে সে বিষয়ে বৈঠকে নির্দেশ দিতে পারেন। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বুথ স্তরে প্রচারের বিষয়েও নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon