Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

সন্তানহারা মায়ের টাকা ফেরত ! জয়ী TMC প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়ার নিদান

সোমনাথ চৌধুরী :

ছোট্ট তামান্না খাতুনের মৃত্যু হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj By Election) ফলপ্রকাশের দিন। তাঁর প্রাণ গিয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই  এমনটাই অভিযোগ।ইতিমধ্যেই অনেকে দেখেছেন প্রয়াত নাবালিকার মা-বাবার হাহাকার। এবার তামান্নার মা তৃণমূল (TMC) বিধায়কের দেওয়া টাকার খাম ফেরালেন। তিনি স্পষ্ট বললেন, ‘টাকা চাই না। মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন?’

গতকাল কালীগঞ্জের সেই নিহত নাবালিকার বাড়ি গিয়েছিলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। তাঁর দাবি, দলের তরফ থেকে নয়, তিনি একটি অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে আর্থিক সাহায্য দিতে গেছিলেন। যদিও তামান্নার মা তা নেননি, সটান ফিরিয়ে দিয়েছেন সেই টাকা।

বিধায়ক টাকা দিতে চাইতেই সদ্য সন্তানহারা সাবিনা ইয়াসমিন বলেন, ‘ আমায় এভাবে ছোট করবেন না, আমি আর ধৈর্য রাখতে পারব না। আমার জমি আছে, আমার বাড়ি আছে। আমার টাকা চাই না। মেয়েকে ফিরিয়ে দিতে পারবেন?’

গত সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনার পর দেখা যায় বাজিমাত করেছে তৃণমূল।প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে টেক্কা দিয়ে জয়ী হন।ছোট্ট তামান্নার মৃত্যু হয় তাঁর জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই। তৃনমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমাতেই ওই ছোট্ট শিশুর প্রাণ গিয়েছে বলে অভিযোগ।

ইতিমধ্যেই এই ঘটনার আঁচ এসে পড়েছে রাজ্য রাজনীতিতে । প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীর সার্টিফিকেট কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর তামান্নার বাড়িতে টাকার খাম নিয়ে গিয়েছিলেন। যদিও সন্তানহারা মা সাবিনা ইয়াসমিন সেই অর্থ সটান ফিরিয়ে দিয়েছেন।


    
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: