ইলন মাস্ক নেতৃত্বাধীন টেসলা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের মডেল এস ও মডেল এক্স গাড়ির মূল্য ৫ হাজার ডলার বাড়িয়েছে। নতুন এই মূল্য বৃদ্ধির পর মডেলগুলির মূল্য শুরু হয়েছে ৮৪,৯৯০ ডলার থেকে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে গাড়ির মানোন্নয়ন ও নতুন প্রযুক্তির অন্তর্ভুক্তির কারণেই এই মূল্যসংযোজন হয়েছে। টেসলা আশাবাদ প্রকাশ করেছে যে গ্রাহকরা আধুনিক সুবিধা ও উদ্ভাবনকে গুরুত্ব দিতে পারবেন।