Select language to read news in your own language

কেশপুর থেকে শালবনি শহীদদের স্মরণে এস এফ আই- এর পদযাত্রা

সন্ন্যাসী কাউরী 
 
মেদিনীপুর: এস এফ আই- এর সর্বভারতীয় সম্মেলন কে সামনে রেখে ১২ জুন থেকে ১৩ জুন কেশপুর থেকে শালবনি পর্যন্ত শহীদ স্মরণে পদযাত্রার আয়োজন করল এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। গত বৃহস্পতিবার শহীদ জুলফাই মল্লিক এর বাড়ি থেকে (কেশপুর) সকাল দশটায় এই পদযাত্রা শুরু হয়। ওই দিন নাড়াজোল মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেন এস এফ আই -এর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দীপ্সিতা ধর, রাজ্য নেতৃত্ব বর্ণনা মুখোপাধ্যায়, এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক রণিত বেরা, সভাপতি সুকুমার মাঝি, তাপস সিনহা সহ অন্যান্যরা। সভা শেষে "জুলফাই - তিলকের আগুনচোখে দিনবদলের গান, বই - কলম - রক্ততারায় লক্ষ্য এবার ইউনিয়ন" এই স্লোগানকে সামনে রেখে মূল পদযাত্রা কেশপুর, পাঁচখুরি, ধর্মা হয়ে এগিয়ে চলে মেদিনীপুরের উদ্দেশ্যে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর কলেজ গেটের সামনে পঞ্চুরচকে হয় পথসভা । পথসভায় বক্তব্য রাখেন দিপ্সিতা ধর, বর্ণনা মুখোপাধ্যায়, রণিত বেরা, সুকুমার মাঝি, এবিটিএ, এবিপিটি -এর নেতৃত্ব সহ অন্যান্যরা। এদিন সভা মঞ্চ থেকে প্রাক্তনীদের সংবর্ধনা জানানো হয়।
  দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার পদযাত্রা শুরু হওয়ার আগে ইঁদকুড়ি মাঠের সামনে প্রকাশ্য সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সম্পাদক রনিত বেরা সভাপতি সুকুমার মাঝি সহ অন্যান্য নেতৃত্ব। সভা শেষে মূল পদযাত্রা শুরু হয় শহীদ কমরেড তিলক টুডুর বাড়ির উদ্যেশ্যে। জেলা সম্পাদক রাণিত বেরা বলেন, ছাত্র আন্দোলন করতে গিয়ে ২০০০ সালে ছাত্রনেতা নাড়াজোল রাজ কলেজের সাধারণ সম্পাদক জুলফাই মল্লিক এবং ২০১০ সালে এস এফ আই -র লড়াকু সৈনিক তিলক টুডু তৃণমূল দুস্কৃতীদের হাতে নিহত হন। এস এফ আই এর সর্বভারতীয় সম্মেলনের আগে ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদযাত্রা। সেইসাথে বর্তমানে শিক্ষার উপর যে নৈরাজ্য, শিক্ষাকে বেসরকারিকরণ করবার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে, বিদ্যালয়গুলোতে স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগের, দাবিতে, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন এবং ইউনিয়ন গড়ে তোলার দাবিতে এস এফ আই দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। সেই লড়াইয়ে সমস্ত ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে দুই দিন ধরে চলা এই পদযাত্রা। 
শুক্রবার মেদিনীপুর এবং শালবনির তিলক টুডুর বাড়ি থেকে দুটি পদযাত্রা মিলিত হয় ভাদুতলা মোড়ে। সেখানে হয় ছাত্র সমাবেশ। ছাত্রসমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ব । বর্তমান ছাত্র নেতৃত্বদের এই উদ্যোগ এবং কর্মসূচিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির প্রাক্তন নেতৃত্ব মেঘনাদ ভূঁঞ্যা, বিজয় পাল, সমর মুখার্জী, গোপাল প্রামানিক, শুভাশীষ পাইন, সবুজ ঘোড়াই, উত্তম মন্ডল, কুন্দন গোপ, প্রসেনজিৎ মুদি, সৌগত পন্ডা সহ অন্যান্য নেতৃত্ব।
 সমাবেশে এবং পদযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্র-ছাত্রী এবং এস এফ আই এর প্রাক্তন নেতৃত্বরা।




ads banner


ads banner

Bangla eDaily to resume soon