Select language to read news in your own language

২৪শে রাম আর ২৫শে প্রভু জগন্নাথ রাজনীতির রঙে রাঙিয়ে দিতে মরিয়া শাসক সহ বিরোধী




 
সোমনাথ চৌধুরী 

বিগত দিনে রাম লালার মন্দির স্থাপন নিয়ে চড়ে ছিল দেশের রাজনীতির পারদ, রাম লালা ও দেশের ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে একের পর এক কটাক্ষ করেছিলেন ইন্ডিয়া জোটের সদস্য দলগুলি। এবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের, সেই সাথে রাজ্যে প্রথমবার রথযাত্রা হচ্ছে। সেটাকে সামনে রেখে তৃণমূল  তরফ থেকেই নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি।এবার আসরে নামল বিজেপি,  রথযাত্রায় রাস্তা ভরিয়ে দেওয়ার ও সাজিয়ে তোলার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সাথে তিনি এও জানান মেচেদা, তমলুক সহ বেশ কিছু জায়গায় এই বছর তিনি স্ব-শরীরে উপস্থিত থাকবেন।

বুধবার এক কর্মসূচি থেকে রথের দিন রাস্তা ভরিয়ে দেওয়ার ডাক দেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, 'রামনবমীর দিন রাজ্যে দেড় কোটি মানুষ শামিল হয়েছেন। রথযাত্রাতেও এবার তাই করতে হবে। রথযাত্রায় ভরিয়ে দিন ও রাস্তা সাজিয়ে তুলুন।'পাশাপাশি, বিজেপির তরফ থেকে সেই  সভা থেকে ২০টি রথযাত্রা কমিটিকে  আর্থিক এবং অন্যান্য সহায়তা করা হয়। 

জানিয়ে রাখি, সম্প্রতি দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) মহাসমারোহে স্নানযাত্রার উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই উপলক্ষে নবনির্মিত দিঘা জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। আসন্ন রথযাত্রা উপলক্ষেও এখন থেকেই প্রস্তুতিপর্ব শুরু হয়ে গিয়েছে দিঘায়। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে রথের উৎসব নিয়ে  বৈঠক সেরে ফেললেন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং দিঘায় উপস্থিত থাকবেন রথের সময় সাথে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার কথা রয়েছে তাঁর। ওই সময় সমাগম হতে পারে প্রায় ২ লক্ষ মানুষের  বলে মনে করা হচ্ছে।মুখ্যমন্ত্রী সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আলাদা করে বলে দিয়েছেন । জানা যাচ্ছে, দিঘা মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের দিন যেমন নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই স্তরের নিরাপত্তা থাকবে রথের দিনও। তবে যেহেতু ওইদিন লোক সমাগম বেশি হবে তাই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও,মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সকলে যাতে দর্শন করতে পারে সেই মতো ব্যবস্থা করার। সেই সাথে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রথ  টানার সময়ও ঠিক করা হবে বলে জানা যাচ্ছে।পাশাপাশি নিরাপত্তার কথা মাথায় রেখে নির্দিষ্ট কয়েকজন ভলান্টিয়ার এবং সাধুসন্তরাই রথ টানতে পারবেন, তবে রথের দড়ি ছোঁয়ার সুযোগ সকলেই পাবেন।

 নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দিঘার  সর্বত্রই 'মে আই হেল্প ইউ' এর ক্যাম্প থাকবে, এর সাথে থাকবে থাকবে মেডিকেল ক্যাম্প, জলছত্র, খাবার বিতরণ, বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা। বৃষ্টির কথা মাথায় রেখে দুর্যোগ মোকাবিলা করার জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনডিআরএফ (NDRF) এবং এসডিআরএফকে(SDRF) বিশেষ দল নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: