Select language to read news in your own language

মমতা মুখ্যমন্ত্রী থাকবেন না হুংকার শুভেন্দুর




সোনিয়া দাস 

বছর শেষে হলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। তার আগে উত্তপ্ত রাজ্য রাজনীতি একাধিক ইস্যুতে। মঙ্গলবার দুপুরে মহেশতলা যেমন তেতে উঠেছিল, একাধিক পুলিশকর্মী আহত হয়েছেন। দেদার ইটবৃষ্টি চলে উর্দিধারীদের সামনেই। এরপরেই রাগে ফুঁসে উঠেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আধাসেনা মোতায়েনের দাবি করার পাশাপাশি তিনি বলেন, মমতা ফেল, পুলিশ ফেল!

এদিন রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে ভবানী ভবন এসেছিলেন নন্দীগ্রামের বিজেপি (BJP) বিধায়ক। যদিও দু'জনের দেখা হয়নি। বিরোধী দলনেতার অভিযোগ, ডিজি তাঁর সঙ্গে দেখা করেননি।

এদিন শুভেন্দু অধিকারী  দাবি করেন, মহেশতলায় ৩৫ জন পুলিশ মার খেয়েছেন।ভাঙচুর করা হয়েছে ১২টি পুলিশের গাড়ি, এটা জেহাদিদের সরকার। লিখে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী থাকবেন না! আমার পুলিশ ভাইরা মার খাচ্ছেন। তুমি যদি ফেল করো প্যারামিলিটারি চাও, এটা বলা রয়েছে। রাজ্য বিধানসভা উত্তাল হবে আগামীকাল।

প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে, গতকাল দোকান বসানো ঘিরে তেতে ওঠে রবীন্দ্রনগর এলাকা। পুলিশের  ইটবৃষ্টি, ভাঙচুর চলে, আহতও হন একাধিক পুলিশ আধিকারিক।

তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এ বিষয়ে বলেন, কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা পুলিশ দেখছে। সংঘাত থাকতে পারে। পুলিশ প্রশাসন, পাড়ার লোক এটা সামলেছে।

উল্লেখ্য, ছাব্বিশের ভোটের আগে একাধিক ইস্যুতে উত্তাল রাজ্য। ইতিমধ্যেই বিজেপি সরকার গড়ার ডাক দিতে শুরু করেছে। মহেশতলার ঘটনার পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন না, লিখে রাখুন। একইসঙ্গে তাঁর হুঙ্কার, বিষয়টি নিয়ে বিধানসভা উত্তাল হবে। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: