বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান সম্প্রতি প্রকাশ্যে ছেলে জুনাইদ খানের অভিনয় নিয়ে প্রশংসা করেছেন। জুনাইদ তাঁর প্রথম দুটি ছবি ‘Loveyapa’ ও ‘Maharaj’-এ যেভাবে অভিনয় করেছেন, তাতে সন্তোষ প্রকাশ করেছেন আমির।
আমির বলেন, “জুনাইদের মধ্যে এক ধরনের ভিন্নধর্মী চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতা রয়েছে। ওর অভিনয়ে একটা সহজাত গভীরতা রয়েছে, যেটা খুবই আশাব্যঞ্জক।” তবে অভিনেতা-পিতার দৃষ্টিভঙ্গি থেকে আমির এটাও স্বীকার করেন যে, জুনাইদকে কিছু বিষয়ে আরও পরিণত ও মসৃণ হতে হবে, বিশেষ করে ক্যামেরার সঙ্গে সংযোগ ও এক্সপ্রেশনের সূক্ষ্মতা।
তিনি আরও জানান, “এই তো শুরু, সামনে অনেক পথ বাকি। আমি ওর পাশে থাকব, কিন্তু শেষ পর্যন্ত নিজের পথটা ওকেই গড়ে নিতে হবে।”
বলিউডে পিতার ছায়া থেকে বেরিয়ে নিজস্ব পরিচয় গড়ার চ্যালেঞ্জের মুখে জুনাইদ। আমির খানের এমন খোলামেলা প্রশংসা ও পরামর্শ আগামী দিনে জুনাইদের অভিনয়জীবনে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।