জনপ্রিয় অভিনেত্রী হিনা খান অবশেষে বিয়ে করলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে। একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইনস্টাগ্রামে নিজেদের বিশেষ দিনের মনোরম কিছু ছবি শেয়ার করে তাঁরা ভক্তদের দিলেন চমক। ছবিগুলিতে হিনা ও রকিকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে, উজ্জ্বল মুখে হাসিমুখে। বলিউড এবং টেলিভিশন জগতে এই খবরে খুশির হাওয়া বইছে, আর ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত।
গাঁটছড়া বাঁধলেন হিনা খান ও রকি জয়সওয়াল, প্রকাশ্যে এল রোমান্টিক মুহূর্তের ছবি
Thursday, June 05, 2025
Bangla eDaily to resume soon
Tags: