সোমনাথ চৌধুরী :
সাংবাদিকের বাড়িতে দুস্কৃতী হামলা! হামলায় নাম জড়ালো বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের খাগরাগড় মাঠপারায় শেখ ইমতেয়াজ নামের ওই সাংবাদিকের বাড়িতে গভীর রাতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ।সাথে প্রাণনাশের হুমকি সহ পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয়।দুস্কৃতীরা বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ এমনটাই দাবি।
বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই সাংবাদিক বৈঠক করে ঘটনাটির দায় অস্বীকার করেছেন বিধায়ক খোকন দাস।তবে শেখ ইমতেয়াজ জানান, "ভেঙে দিয়েছে আমার বাড়িটা ।বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের বিরুদ্ধে আমার পোর্টালে খবর হয়।সত্য খবরটা আমি তুলে ধরি ,হয়তো এটা আমার অপরাধ।গুন্ডারাজ চলছে বর্ধমানের বুকে।আমাকে মেরে দিত পেলে হয়তো।"
এদিকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান ,"সামনেই যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচন।তাই আমাদের কেউ কেউ বদনাম করতে চাইছে।তাঁর নাম বলতে চাই না আমরা।আমরা IC সাহেবকে বলেছি তদন্ত করুন।যে বা যারা দোষী সাব্যস্ত হবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুলবেন না।আর ওটা আমার বিধানসভাও নয়।কোনোদিনই যাই না আমি ওখানে।তাহলে কী করে জড়ালো আমার নাম! নিশ্চই আপনারা বুঝতে পারছেন ,গভীর ষড়যন্ত্র রয়েছে এরমধ্যে।"