নয়াদিল্লি: ভারতীয় ডাক বিভাগ ঘোষণা করেছে যে আগামী ২৫ অগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রগামী অধিকাংশ ডাকসেবা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে চিঠি, নথিপত্র এবং ১০০ ডলারের কম মূল্যের গিফ্ট পাঠানো আপাতত চালু থাকবে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি আন্তর্জাতিক ডাক ও পার্সেল আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক ও কাস্টমস নীতি কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পণ্যের শুল্ক আগে থেকে মেটানো এবং অতিরিক্ত ডেটা জমা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। কিন্তু এই নতুন ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক পোস্টাল অপারেটরদের মধ্যে জট তৈরি হয়েছে। সেই কারণেই ভারত সাময়িকভাবে পার্সেল ও অধিকাংশ ডাকসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ইন্ডিয়া পোস্ট জানিয়েছে, এটি স্থায়ী বন্ধ নয়। সিস্টেম ও কাস্টমস নিয়ম পরিষ্কার হলেই ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক করা হবে। চিঠি ও নথিপত্র পাঠানোর ক্ষেত্রে কোনও সমস্যা হবে না, তবে ব্যবসায়িক পার্সেল ও ই-কমার্স শিপমেন্টে বিলম্ব ও অতিরিক্ত খরচের ঝুঁকি তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আমেরিকার নতুন নীতির ফলে কেবল ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশই একই সমস্যার মুখে পড়ছে। তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আশ্বস্ত করে ডাক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি সাময়িক এবং যত দ্রুত সম্ভব সমাধান করা হবে।