সাতসকাল নিউজ ডেক্স
মহেশতলা (Maheshtala) বুধবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। তেতে ওঠে সম্পূর্ণ এলাকা দুই গোষ্ঠীর মধ্যেকার সংঘর্ষের জেরে। এর আঁচ এসে পড়েছিল রাজ্য রাজনীতিতেও। এরপর কয়েকদিন যেতে না যেতেই মহেশতলার SDPO ও রবীন্দ্রনগর থানার IC পদে রদবদল করা হল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের (West Bengal Police) তরফে সেকথা জানানো হয়েছে।
শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, মহেশতলার এসডিপিও (SDPO) কামারুজ্জামান মোল্লাকে স্টেট আর্মড পুলিশের তৃতীয় ব্যাটেলিয়ানের সহকারি কম্যান্ড্যান্ট পদে পাঠানো হচ্ছে। সেই জায়গায় সৈয়দ রেজাউল কবীর এই দায়িত্ব নিচ্ছেন। এতদিন তিনি রাজারহাট থানার আইসি ছিলেন, এখন তিনি মহেশতলার এসডিপিও (SDPO) -র দায়িত্ব সামলাবেন।
পাশাপাশি রদ বদল আনা হয়েছে রবীন্দ্রনগর থানার আইসি (IC) পদেও। এতদিন অবধি এই দায়িত্বে থাকা মুকুল দার্জিলিং ইনস্পেক্টর অফ পুলিশ পদে বসানো হয়েছে। সেই জায়গায় সুজন কুমার রায় রবীন্দ্রনগর থানার আইসির দায়িত্ব গ্রহণ করছেন। এতদিন তিনি মালদার রতুয়ার সার্কেল ইনস্পেক্টরের পদে ছিলেন।
সুজয় কুমার রায় রবীন্দ্রনগর থানার আইসি (IC) পদ পাওয়ায় গৌতম চৌধুরী রতুয়ার সার্কেল ইনস্পেক্টরের দায়িত্ব গ্রহণ করছেন এবং জোনাকি বাগচি রাজারহাট থানার আইসি (IC) হচ্ছেন। গতকাল রাজ্য পুলিশের তরফে এই পদগুলিতে রদবদলের কথা একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের বুধবার অশান্ত হয়ে উঠেছিল মহেশতলা (Maheshtala Incident)। স্থানীয় সূত্রে জানা যায়, গণ্ডগোলের সূত্রপাত দোকান বসানো ঘিরে। বেশ কিছু দোকান ও বাড়ি ভাঙচুর করা হয় সেই অশান্তি থেকেই। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও হামলার মুখে পড়তে হয়। একাধিক পুলিশ আধিকারিক আহত হন।