Select language to read news in your own language

চোখে জল আনবে "অভিশপ্ত" বিমানের দুই চালকের জীবন কাহিনী




 

সোমনাথ চৌধুরী 

আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Crash) পার হয়ে গিয়েছে একদিন।প্রাপ্ত খবর ওই বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে শুধু একজন যাত্রী বাদে।পাইলট সহ কো-পাইলট সুমিত সভরওয়াল এবং ক্লাইভ কুন্দারের এই তালিকায় নাম রয়েছে।একজনের সবেমাত্র উজ্জ্বল কেরিয়ার শুরু হয়েছিল অন্যজন এসে পৌঁছেছিলেন কর্মজীবনের শেষলগ্নে। কিন্তু দুজনেরই জীবন কাহিনিতে দাঁড়ি টেনে দিল এই বিমান দুর্ঘটনা (Plane Crash)।

দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানটির পাইলট ছিলেন সুমিত সভরওয়াল। একাই ৮২০০ ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল মুম্বইয়ের পাওয়াইয়ের বাসিন্দা সুমিতের। অত্যন্ত সুদক্ষ পাইলট সুমিত সভরওয়াল বাবা ছিলেন ডিজিসিএ (DGCA) -র প্রাক্তন অফিসার। পরিবারের একাধিক সদস্যকে বিমান চালকের (Plane Crash) পেশায় দেখে পাইলট হওয়ার প্রতি ভালোলাগা জন্মায় সুমিত সভরওয়ালের।

 অবসরপ্রাপ্ত তাঁর বন্ধু উইং কমান্ডার সঞ্জীব পাই জানান,এই পেশার জগতে সুমিতের মতো শান্ত এবং দক্ষ পাইলট  খুব কম।  তাঁর নামে সহকর্মী বা যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ কখনো আসেনি। তবে তিনি এবার এই চাকরি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুমিত ঠিক বৃদ্ধ বাবার দেখভাল করবেন চাকরি ছেড়ে দিয়ে এবার, জানিয়েছিলেন বাবাকেও। উড়ানের আগে বাবাকেই শেষ ফোনটাও করেছিলেন। ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর বৃদ্ধ বাবা কথা বলার ক্ষমতা হারিয়েছেন।

অপরদিকে বিমানের কো পাইলট ক্লাইভ কুন্দার। পরিবারের একাধিক সদস্য বিমান সংক্রান্ত বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মুম্বইয়ের বোরিভেলির বাসিন্দা ক্লাইভের। কেবিন ক্রু ছিলেন তাঁর মা। নতুন কর্মজীবন শুরুর সাথে সাথেই ইতিমধ্যেই ১১০০ ঘন্টা বিমান চালিয়ে ফেলেছিলেন  ক্লাইভ কুন্দার।

 সহকর্মীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন স্বভাবে হাসিখুশি, প্রাণচঞ্চল ক্লাইভ। তাঁর আরো এক পরিচয় ছিল,  তিনি সম্পর্কে বলিউড অভিনেতা বিক্রান্ত মাস তুতো ভাই। সোশ্যাল মিডিয়ায় মাস তুতো ভাইয়ের জন্য শোকপ্রকাশ করেছেন অভিনেতা বিক্রান্ত।

 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: