Select language to read news in your own language

অভিনয় থেকে সাময়িক বিদায়ে সামান্থা রুথ প্রকাশ করল অন্তরালের কথা


অভিনয় জগতে আবারও আলোচনায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
তিনি জানিয়েছিলেন যে ব্যক্তিগত জীবন ও আত্মবিশ্রামকে গুরুত্ব দিতে গিয়ে টানা দু’বছর অভিনয় থেকে দূরে রয়েছিলেন।

সামান্থা বলেন, অনেকেই হয়তো মনে করতে পারবেন যে এই মুহূর্তে তাঁর কেরিয়ার থেমে গেছে বা তিনি অসফল, কিন্তু বাস্তবে তা মোটেও ঠিক না।
অভিনেত্রীর ভাষায়, “আমি আমার জীবনকে উপভোগ করছি, নিজের সাথে সময় কাটাচ্ছি, এবং মানসিক শান্তিতে আছি।”

অনুরাগীদের আশ্বাস দিয়ে সামান্থা জানিয়েছে যে আবারও উপযুক্ত সুযোগ এলেই তিনি রূপালি পর্দায় ফিরে আসবেন।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon