মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ ২০২৫–এ মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে ভারতের সিফ্ত কউর সামরা।
বিশ্বর্যাংকিংয়ে অপরিবর্তিত আধিপত্য বজায় রেখে সিফ্ত দুর্দান্ত পারফর্ম করেছিলেন, যা তাঁকে পডিয়ামে জায়গা দিয়েছে। এই পদক জয় আন্তর্জাতিক অঙ্গনে ভারতের শুটিং স্পোর্টসের সম্ভাবনাও প্রকাশ করে।
সিফ্ত ও তাঁর টিমকে শুভেচ্ছা জানিয়েছে স্পোর্টস মহল ও অনুরাগীরা।