সোনিয়া দাস
পরিবেশ দূষণ কমাতে ও শারিরীক দিক থেকে ফিট থাকতে সাইকেল চালানোর ইচ্ছে প্রকাশ করেন অনেকেই কিন্তু আলাদা কোনও লেন না থাকায় তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দঃদিনাজপুরে আলাদা লেনের দাবি তুললেন সাইকেল আরোহীরা।
প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে রাস্তা চলাচল করতে গিয়ে সাইকেল আরোহীদের দূর্ঘটনার কথা,এমন কি মৃত্যুর সংবাদও।এমনত অবস্থায় ,বালুরঘাট সাইকেল কমিউনিটির সদস্যরা শহরে আলাদা লেনের দাবি তুললেন সাইকেল আরোহীদের জন্য ।নগরায়নের সাথে ক্রমশ পাল্লা দিয়ে বাড়ছে মোটর যানবাহনের সংখ্যাও।অনেকের তৈরি হচ্ছে সাইকেলের প্রতি অনীহা ,এবার পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ফের রাস্তায় সাইকেল বের করেছেন শহর জুড়ে সাইকেল আরোহীরা। এদিকে সাইকেল আরোহীদের সুরক্ষার্থে প্রশাসন সহ পরিবহন দফতরের সাথে বিষয়টি আলোচনার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পৌরসভা।
এছাড়াও, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অপরিসীম গুরুত্ব সাইকেলের। আমাদের চারপাশে প্রকৃতির সুস্থতা বজায় রাখে পরিবেশ বান্ধক এই দ্বিচক্র যান অর্থাৎ সাইকেল। অনেক অসুখ বিসুখ দূর হয়ে যায় নিয়মিত সাইকেল চালালে। পরিবেশও দূষিত হয় না কারন সাইকেল অর্থাৎ দ্বিচক্র যান হলও একটি কার্বন মুক্ত যান। তাই বৃহস্পতিবার বালুরঘাট সাইকেল কমিউনিটির উদ্যোগে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সহ পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সহযোগিতায় শহরে পালিত হলও "প্যাডেল ফর প্লানেট" এবং "ফিট ইন্ডিয়া" সাইকেল যাত্রা। পৃথিবীর জন্য সাইকেল চালাও সহ নিজের শরীর ও পরিবেশের বন্ধু হও মূলত এই উদ্দেশ্যে ছিল উক্ত সাইকেল যাত্রার।