Select language to read news in your own language

আরও শক্তি বাড়াচ্ছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম! ঘুম উড়ল পাকিস্তানের





সোমনাথ চৌধুরী

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে এবার ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেম আরও শক্তিশালী করতে চলেছে এখন। ফলস্বরূপ ভবিষ্যতে আরও সুরক্ষিত হয়ে উঠবে দেশ। মূলত, আগামী দিনে একটি প্রজেক্টের প্রস্তাব করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রজেক্টের আওতায়, প্রতিরক্ষা মন্ত্রক পরিকল্পনা করছে ভারতের (India) এয়ার ডিফেন্স সিস্টেমে কিউআরএসএএম(QRSAM) ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করার। এই কিউআরএসএএম (QRSAM) কেনার কথা আলোচনা চলছে ৩ টি রেজিমেন্টে বলেও জানা গিয়েছে।

ভারতীয় (India) এয়ার ডিফেন্স সিস্টেমে কিউআরএসএএম (QRSAM) ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্তি করনের প্রকল্পের মূল্য হবে ৩০,০০০ কোটি টাকা। সেগুলি প্রথম অবস্থায় কেনা হবে ৩ টি রেজিমেন্টের জন্য, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পশ্চিম এবং উত্তর সীমান্ত । প্রতিরক্ষা মন্ত্রক এই প্রকল্পটি উপস্থাপিত করবে চলতি মাসের চতুর্থ সপ্তাহে সম্পন্ন হতে চলা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) সভায়।

জানিয়ে রাখি,  কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার মিসাইল অর্থাৎ কিউআরএসএএম (QRSAM) হল এক ধরণের মিসাইল সিস্টেম। ভারতের (India) এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি QRSAM, আকাশের মতো বিদ্যমান সিস্টেমগুলির কমপ্লিমেন্ট হিসেবে বিবেচিত হবে।

সবচাইতে তাৎপর্যপূর্ণ বিষয় হল, QRSAM এটি একটি দেশীয় ক্ষেপণাস্ত্র । যেটি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO),ভারত ডাইনামিক্স লিমিটেড (BDL) এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এর সহযোগিতায় তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ঘণ্টায় ৬,০০০ কিমি কিউআরএসএএম(QRSAM) ক্ষেপণাস্ত্রের গতি। এই ক্ষেপণাস্ত্রে প্রি-ফ্র্যাগমেন্টেড ওয়ারহেড  অথবা HMX/TNT স্থাপন করা যেতে পারে। এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩ থেকে ৩০ কিমি। যেটি উড়তে পারে ৯৮ ফুট উচ্চতা থেকে ৩৩,০০০ ফুট উচ্চতা পর্যন্ত। এছাড়াও, নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি কিউআরএসএএম (QRSAM) ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত উচ্চ গতিতে উড়ন্ত বিমানকে নিষ্ক্রিয় করতে পারে বলেও জানা গিয়েছে। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: