Select language to read news in your own language

‘অভিভাবক-বিরোধী’ ফি নিয়ন্ত্রণ বিল নিয়ে তোপ AAP-এর, অর্ডিন্যান্স ঘিরে বিজেপিকে দায়ী


ফি নিয়ন্ত্রণ বিলের বিরোধিতায় সরব আম আদমি পার্টি (AAP)। দলটি অভিযোগ করেছে, প্রস্তাবিত এই বিল সম্পূর্ণভাবে "অভিভাবক-বিরোধী" এবং সাধারণ মানুষের মতামত ছাড়াই একতরফাভাবে অর্ডিন্যান্সের মাধ্যমে তা কার্যকর করতে চাইছে বিজেপি সরকার।

AAP-এর পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে কোনও গণপরামর্শ না নিয়ে এমন একটি বিল পাস করার চেষ্টা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করার শামিল। দলের নেতারা দাবি করেছেন, এই বিল কার্যকর হলে অভিভাবকদের উপর আর্থিক বোঝা আরও বাড়বে এবং বেসরকারি স্কুলগুলোর স্বেচ্ছাচারিতা রোধের বদলে উল্টো তাদের পক্ষেই সুবিধা তৈরি হবে।

বিলটি নিয়ে ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রের বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে। অভিভাবকদের একাংশ এবং শিক্ষাবিদরাও সরকারের পদক্ষেপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। AAP জানিয়েছে, তারা সংসদে এবং রাস্তায় প্রতিবাদ চালিয়ে যাবে যতক্ষণ না এই বিল প্রত্যাহার করা হয় অথবা জনপরামর্শ নিয়ে সংশোধন আনা হয়।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon