Select language to read news in your own language

'জ্যোতি'তেই বিপদ, স্টেশনে তোলা যাবে না ছবি ও ভিডিও--নির্দেশিকা জারি



সোমনাথ চৌধুরী 

বড় নির্দেশিকা জারি করল রেলওয়ে  (Railways)।জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে, সমস্ত 'ব্লগার' এবং 'ইউটিউবার'দের জন্য বিশেষ নির্দেশিকা পূর্ব রেলওয়ের (Eastern Railways) । উক্ত নির্দেশিকায় জানানো হয়েছে যে, রেলওয়ে স্টেশনগুলির বিস্তারিত ছবি বা ভিডিও আর তোলা যাবে না। এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি বৃদ্ধি করবেন এবং  যে কেউ গুরুত্বপূর্ণ স্টেশনগুলির বিস্তারিত ছবি তুলতে না পারে তা নিশ্চিত করবেন। তাও যদি  ভুলবশত কেউ তুলে ফেলেন , তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

পূর্ব রেলওয়ের এক মুখপাত্র এবিষয়ে বলেন , "নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্টেশন এবং প্ল্যাটফর্মের ছবি তোলা বা ভিডিও করার উপর। দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তা সতর্কতার সাথে সামঞ্জস্য রেখে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।" রেলওয়ের মুখপাত্র আরও বলেন, কিছু ইউটিউবার ও ব্লগার  রেলস্টেশনের 'ভিডিও ব্লগ' তৈরির চেষ্টা করেন, যেটা খুবই উদ্বেগজনক।সকল ক্ষেত্রেই বিধিনিষেধ রয়েছে, কিন্তু কিছু মানুষ নির্দেশিকা অনুসরণ করতে চান না। অর্থাৎ আগে থেকেই নিয়ম ছিল, কিন্তু এখন সেগুলি আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। তিনি এও বলেন, 'আমরা সকল ইউটিউবার ও ব্লগারদের অনুরোধ করছি যেন তারা আর এই ধরনের কার্যকলাপে লিপ্ত না হন।' নিরাপত্তার সাথে কোনো আপস করা যাবে না, তাই এই নিষেধাজ্ঞার প্রয়োজনীয় ছিল।'

পূর্ব রেলওয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শুধু মাত্র সংবাদমাধ্যম বা চ্যানেলগুলির প্রতিনিধি স্টেশনে  ছবি তুলতে পারে, কোনও সাধারণ মানুষের তা করার অনুমতি নেই। 

মূলত,হরিয়ানার ইউটিউবার গুপ্তচর জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে  গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, জ্যোতির পার্সোনাল ফোনের ক্লাউড স্টোরেজ থেকে স্পর্শকাতর এলাকার যেমন রাজস্থানে ভারত-পাক সীমান্তের একাধিক  ভিডিও মিলেছে। এমনই পরিস্থিতিতে, পূর্ব রেল কতৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন।রেলস্টেশনে এসে গুপ্তচরবৃত্তি রুখতেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্যই হয়েছেন রেলওয়ে কতৃপক্ষ এমনটাই খবর। 

 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: