হাসান লস্কর বাবলু দক্ষিণ ২৪ পরগনা
এক কিশোরীর মৃত্যুতে শোকস্তব্ধ গ্রাম।কুলতলি থানার জালাবেড়িয়া ২ নম্বর অঞ্চলের জালাবেড়িয়া ৩৬ নম্বর মন্ডলের লাট এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা। বাড়ির পাশের রান্না ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। চতুর্থ শ্রেণীর ছাত্র পল্লব নস্কর (১০)। সোমবার প্রতিদিনের মতোই সে সকালে স্কুলে যায় এবং মাকে মাংস রান্না করতেও বলে ওর কথা মত মা রান্নাও করেন। কথা বলেন বিকেলে বাড়ি ফিরে আসে। মায়ের কাছে খাবার চেয়ে খেয়ে অন্যাআন্য দিনের মতন খেলাধুলা করে পল্লব। মা পাশের বাড়ি তার জায়ের সঙ্গে গল্প করতে যায়, ঠিক সেই সময় পল্লব এই কাজ করে। আশেপাশের গ্রামবাসীরা বলেন খুব ভালো ছিল পল্লব, তার বাবাকে বলতো আমার মাথা ভালো না পড়াশোনা ভালো মাথায় ঢোকে না, আমি বড় ইউটিউবার হব বাবা। সেখান থেকে ভালো ইনকামও আসছিল পল্লবের,
পল্লবের নামে থাকা একটি ফেসবুক পেজে রয়েছে। ১৯ হাজার ফলোয়ার। পাশের বাড়ি এক গ্রামবাসী সুলতা নস্কর বলেন হয়তো কিছু দেখে শেখার জন্য এই কাজ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। বড়ো ইউটিউবভারের স্বপ্ন দেখতে গিয়ে কি এই পরিণতি সেটাই ভাবছে গ্রামবাসীরা।
প্রতিবেশীদের কথায় এলাকায় খুবই মিশুকে ছিল তারই অকাল প্রয়াণে আমরা শোকাহত।

