Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে জেলাশাসক

বাবলু হাসান লস্কর,দক্ষিণ ২৪ পরগনা :

আমাদের পাড়া আমাদের সমাধান,  মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ২রা আগস্ট থেকে প্রথম শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর দু'নম্বর ব্লকের বেলে দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান মেগা ক্যাম্পে উপস্থিত হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা, এসডিও বারুইপুর জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলেন বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি, জয়নগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ। 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি বুথের জন্য বরাদ্দ ১০ লক্ষ টাকা।জয়নগর দুই ব্লকের বেলে দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের ১৮, ১৮২ এক ১৮৩ নম্বর বুথ নিয়ে এই মেঘা ক্যাম্প অনুষ্ঠিত হয়।প্রতিটি ক্যাম্পে উপস্থিত থাকবে বিধায়ক থেকে জেলা থেকে দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রীরা।

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার ২৯ টি ব্লক ও ৭টি পৌরসভার ৫৬ টি ক্যাম্প অনুষ্ঠিত হল। সরকারি ছুটির দিনগুলিতে এই ক্যাম্প বন্ধ থাকবে এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই ক্যাম্প চলবে। আজ এই মেগা ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক সুমিত গুপ্তা, ডেপুটি ম্যাজিস্ট্রেট ,বারুইপুর এসডিও, জয়নগর বিধানসভার বিধায়ক, বকুলতলা থানার ওসি, জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ, উক্ত এলাকা গুলির পঞ্চায়েত প্রধান ও ত্রিস্তরীয় জনপ্রতিনিধিরা। সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon