ভক্তি বিশ্বাস
কলকাতা

যত দিন গড়াচ্ছে ততই কসবা গণধর্ষণ কাণ্ডে কোলকাতা থেকে কোচবিহার ধীরে ধীরে প্রতিবাদ তীব্র হচ্ছে। শুক্রবার বেহালা অঞ্চলে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা 'তিলত্তমা প্রতিবাদী সংহতি'-র সদস্যরা পথসভা থেকে কসবা গণধর্ষণ কান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এ দিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী জাঈদ হোসেন বলেন "অভয়ার ঘটনার একবছর পূর্ণ হয়নি। তারমধ্যে খাস কলকাতার বুকে সাউথ ক্যালকাটা আইন কলেজে গণধর্ষণ ঘটলো। এসব দেখে মনে হচ্ছে ক্ষুদিরাম, নেতাজীর বাংলায় এখন ধর্ষণ উৎসব চলছে।" তিনি আরও বলেন "এই ঘটনা প্রতিরোধে চাই সুস্থ সংস্কৃতি ও যথাযথ শিক্ষার প্রসার।" কসবা গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মনোজিতের পেছনে যেরকম প্রভাবশালী তত্ব সামনে আসছে। তাতে আদৌ সত্য উদঘাটন ও দোষীদের শাস্তি হবে কী? এ প্রশ্নের উত্তরে তিলোত্তমা প্রতিবাদী মঞ্চের সভানেত্রী দেবযানী সেনগুপ্তের জবাব "জনসাধারণের সচেতন ঐক্যের কাছে কোনপ্রকার প্রভাবশালী তত্ব খাটেনা। তাই এহেন পৈশাচিক ঘটনা প্রতিরোধে আমাদের সকলকে এক হয়ে পথে নামতে হবে।"
যত দিন গড়াচ্ছে ততই কসবা গণধর্ষণ কাণ্ডে কোলকাতা থেকে কোচবিহার ধীরে ধীরে প্রতিবাদ তীব্র হচ্ছে। শুক্রবার বেহালা অঞ্চলে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা 'তিলত্তমা প্রতিবাদী সংহতি'-র সদস্যরা পথসভা থেকে কসবা গণধর্ষণ কান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এ দিনের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী জাঈদ হোসেন বলেন "অভয়ার ঘটনার একবছর পূর্ণ হয়নি। তারমধ্যে খাস কলকাতার বুকে সাউথ ক্যালকাটা আইন কলেজে গণধর্ষণ ঘটলো। এসব দেখে মনে হচ্ছে ক্ষুদিরাম, নেতাজীর বাংলায় এখন ধর্ষণ উৎসব চলছে।" তিনি আরও বলেন "এই ঘটনা প্রতিরোধে চাই সুস্থ সংস্কৃতি ও যথাযথ শিক্ষার প্রসার।" কসবা গণধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত মনোজিতের পেছনে যেরকম প্রভাবশালী তত্ব সামনে আসছে। তাতে আদৌ সত্য উদঘাটন ও দোষীদের শাস্তি হবে কী? এ প্রশ্নের উত্তরে তিলোত্তমা প্রতিবাদী মঞ্চের সভানেত্রী দেবযানী সেনগুপ্তের জবাব "জনসাধারণের সচেতন ঐক্যের কাছে কোনপ্রকার প্রভাবশালী তত্ব খাটেনা। তাই এহেন পৈশাচিক ঘটনা প্রতিরোধে আমাদের সকলকে এক হয়ে পথে নামতে হবে।"