আজ ১৪ জুলাই, ২০২৫ থেকে ২০ জুলাই, ২০২৫ পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হবে 'বন মহোৎসব ২০২৫'। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব প্রচারের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও রাজ্য সরকার এই কর্মসূচি আয়োজন করেছে।
এই সপ্তাহব্যাপী উদ্যাপনে স্কুল, কলেজ, পঞ্চায়েত, পুরসভা, বন দফতর, পরিবেশ সংস্থা এবং সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। রাজ্যের প্রতিটি জেলায় নির্দিষ্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা, র্যালি এবং সচেতনতামূলক ক্যাম্পের আয়োজন করা হবে।
বন দফতর সূত্রে খবর, এই বছর রাজ্যজুড়ে ১ কোটিরও বেশি চারা গাছ রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্ষয়িষ্ণু বনাঞ্চলে পুনরায় বনসৃজনের উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।
'বন মহোৎসব' মূলত ভারতের জাতীয় পর্যায়ে পরিবেশবান্ধব জীবনের প্রচারে একটি বিশেষ উপলক্ষ, যার সূচনা হয়েছিল ১৯৫০ সালে। পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগকে আরও প্রসারিত করতে আগামী বছরগুলিতে গ্রামাঞ্চলেও আরও ব্যাপকভাবে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।
ছবি: বিএস নিউজ এজেন্সি