Select language to read news in your own language

ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নার্স নিমিশা প্রিয়া, সুপ্রিম কোর্টে শুনানি ১৪ জুলাই

ইয়েমেনে আটকে থাকা ভারতীয় নার্স নিমিশা প্রিয়া (৩৮)-এর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নির্ধারিত তারিখ ১৬ জুলাই। তবে এই মৃত্যুদণ্ড ঠেকাতে ভারতীয় সুপ্রিম কোর্ট ১৪ জুলাই একটি গুরুত্বপূর্ণ শুনানি করবে। নিমিশার পরিবার ও মানবাধিকার সংগঠনগুলির আর্জি বিবেচনা করে এই শুনানির দিন ধার্য করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক (MEA) ও ইয়েমেনে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি কেরালা রাজ্যের একাধিক নেতা, মানবাধিকার কর্মী এবং জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পর্যন্ত সামাজিক ও মানবিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। অনেকেই “blood money” বা রক্তপণ প্রদানের মাধ্যমে নিমিশাকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন।

নিমিশা প্রিয়া ২০১৭ সালে ইয়েমেনে তার ব্যবসায়িক অংশীদারকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং ২০১৮ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৩ সালে উচ্চ আদালতেও এই রায় বহাল থাকে। ইয়েমেনের আইন অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ বা রক্তপণ (blood money) দিলে মৃত্যুদণ্ড স্থগিত বা বাতিল হতে পারে। এই বিষয়েই এখন ভারতের সর্বোচ্চ আদালত এবং কূটনৈতিক স্তরে জোর আলোচনা চলছে।

আপাতত নিমিশা প্রিয়ার ভাগ্য নির্ভর করছে সুপ্রিম কোর্টের শুনানি ও ইয়েমেন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon