Select language to read news in your own language

Chandrima Speaks at Shah's Meeting : শাহের বৈঠকে সরব চন্দ্রিমা রাজ্যের ২৩৩০ কোটি বকেয়া পাওনা নিয়ে

 

সোমনাথ চৌধুরী :

ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারের (West Bengal Government) বকেয়া পাওনা অর্থ নিয়ে । রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বৃহস্পতিবার  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে আবারও মুখ খুলতে দেখা গেল রাজ্য সরকারের (West Bengal Government) প্রাপ্য নিয়ে ।অভিযোগ জানানো হয়েছে একাধিক প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের বকেয়া অর্থ না দেওয়ার বিষয়ে, এমনটাই সূত্রের খবর।

বৃহস্পতিবার রাজ্যের (West Bengal Government) মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে । সূত্রের খবর,রাজ্য এখনও পর্যন্ত পায়নি ‘ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড’ এর টাকা। জানা যাচ্ছে, কেন্দ্রের তরফে  উক্ত প্রকল্পের কাজ বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে । কিন্তু রাজ্যের (West Bengal Government) পাওনা এখনও বাকি রয়েছে।

বৈঠকে রাজ্যের অর্থ মন্ত্রী জানান :
বর্তমানে বন্ধ হয়ে গেলেও আগে চালু থাকা প্রকল্পের থেকে এখনও রাজ্যের অর্থ পাওনা রয়েছে বলেই জানান তিনি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই বকেয়া টাকা দেওয়ার জন্য অনুরোধ জানান। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যের জন্য উক্ত  প্রকল্পে মোট ৮৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে উক প্রকল্পে:
উক্ত প্রকল্পে বরাদ্দ ৮৭৫০ কোটি টাকা মধ্যে এখনও ২৩৩০ কোটি টাকা বকেয়া রয়েছে বলে সূত্রের খবর। এদিন সেই পাওনা টাকার জন্য সরব হয় রাজ্য সরকারের (West Bengal Government) অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর আগে বিভিন্ন সময় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে ‘বঞ্চনা’র অভিযোগ এনেছেন। অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে একাধিক প্রকল্পের বকেয়া টাকা না মেটানোর।

সড়ক যোজনা, আবাস যোজনা সহ ১০০ দিনের কাজের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। রাজ্য সরকার (West Bengal Government) সেই প্রকল্পগুলি চালাচ্ছে নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে। পালটা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার (West Bengal Government) খরচের হিসেব দিলে তবেই দেওয়া হবে বকেয়া অর্থ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: