Select language to read news in your own language

সেন্সর বোর্ডের শর্তে পাকিস্তানে ‘দঙ্গল’-এর মুক্তি অনিশ্চিত


বলিউড সুপারস্টার আমির খান প্রকাশ করলেন যে সেন্সর বোার্ডের শর্তে পাকিস্তানে মুক্তিতে বাধা পেয়েছে তাঁর সুপারহিট চলচ্চিত্র ‘দঙ্গল’। পাকিস্তানে চলচ্চিত্রটি প্রদর্শন করার অনুমতি দেওয়া হয়নি কারণ সেন্সর বোর্ড চাইছিল যে ছবিতে ভারতের পতাকা ও জাতীয় সংগীত অংশগুলি কেটে দিতে।

আমির খান বলেন, “আমি চাইনি চলচ্চিত্রটি সেন্সর বা সম্পাদনা হোক। ‘দঙ্গলে’ যে আবেগ রয়েছে, যে আত্মবিশ্বাস ও দেশপ্রেম প্রকাশিত হয়েছে, তা অপরিবর্তিত রাখা উচিত ছিল।” এর ফলেই চলচ্চিত্রটি পাকিস্তানে মুক্তির সুযোগ পায়নি।

বলিউড মহলে এই ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন যে কলাকাররা রাজনৈতিক ও সেন্সরজনিত চাপের বাইরে থাকতে চাইলে তাদেরকে আরও সচেতন ও দৃঢ় থাকতে হবে। অপরদিকে, অনেকে মনে করছেন যে চলচ্চিত্র বিনিময় ও সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করাই উচিত — যা দুই দেশের মধ্যেকার সম্প্রীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon