সমালোচনায় জড়িয়েছে ভারতীয় ফুটবল মহল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর সভাপতি কল্যাণ চৌবে অভিযোগ করেছিলেন যে ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া তাঁর নিজের স্বার্থে “কমার্শিয়াল” ফুটবল অ্যাকাডেমিতে বিনিয়োগ ও ব্যবসা করছেন। চৌবে দাবি করেছিলেন যে এর মধ্য দিয়ে ভারতীয় ফুটবলের কল্যাণ ব্যাহত হচ্ছে।
অন্য দিকে ভাইচুং ভুটিয়া এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল বলে উড়িয়ে দিয়েছেন। তাঁর ভাষায়, “আমি অনেক বছর ধরে ঘরোয়া ও গ্রামাঞ্চলে ফুটবলকে উৎসাহিত ও প্রসারিত করার চেষ্টা করেছি। এর সাথে ব্যবসায়িক স্বার্থ বা ব্যক্তিগত মুনাফার কোনো সম্পর্ক নেই।”
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকাশ্যে কথা কাটাকাটিতে ভারতীয় ফুটবল প্রশাসন ও ক্রীড়াবিদদের মধ্যেকার টানাপোড়েন প্রকাশিত হয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে এর ফলাফল হিসেবে ঘরোয়া ফুটবলের অগ্রগতি ব্যাহত হতে পারে। সবাই চাইছে যে আলাপ-আলেচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধানে পৌঁছানো হোক।