বিষয়া ভৌমিক
রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে টানাপড়েন আজকের নয়। এই জল সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে ধাপে ধাপে । সম্প্রতি রাজ্য সরকারি কর্মীরা শীর্ষ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশে খানিকটা স্বস্তি পেয়েছেন। জানা যাচ্ছে , নবান্নের তরফ থেকে ফাইল করা হয়েছে 'মডিফিকেশন পিটিশন'।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে বিচারপতি করোল ও বিচারপতি মিশ্রের বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। আদালতের নির্দেশের কিছু বিষয় স্পষ্ট না হওয়ায় সেগুলির ব্যাখ্যা চেয়ে 'মডিফিকেশন পিটিশন' ফাইল করেছে রাজ্য সরকারের তরফে।
বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে সুপ্রিম কোর্টে। আদালত খুলবে ফের জুলাই মাসে । রাজ্য সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেও অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার (DA Arrear Case) ২৫% মিটিয়ে দেওয়ার কাজও চালিয়ে যাচ্ছে নবান্ন। কীভাবে মেটানো হবে এই বকেয়া , সেই নিয়ে তোরজোড় চলছে এমনটাই সূত্রের খবর।