Select language to read news in your own language

"সীমা ছাড়িয়ে যাচ্ছে পাপারাজ্জিরা" — ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ নিয়ে ক্ষুব্ধ কাজল


বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি পাপারাজ্জি সংস্কৃতির উপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি একে "অসম্মানজনক ও অশান্তিকর" বলে অভিহিত করেছেন। কাজলের মতে, সেলিব্রিটিদেরও ব্যক্তিগত জীবন এবং পরিসরের অধিকার আছে, যা অনেক সময়েই সংবাদমাধ্যম বা ক্যামেরার ঝলকানি উপেক্ষা করে চলে যায়।

তিনি বলেন, “কেউ যদি নিজের সন্তান বা পরিবারের সঙ্গে বাইরে বেরোতে চায়, তবে তা নিয়ে অতিরিক্ত আগ্রহ বা নজরদারি হওয়া অনুচিত। মানুষেরও একটা সীমা থাকা উচিত। সম্মান এবং স্পেস না থাকলে একজন শিল্পীর পক্ষে স্বাভাবিক জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়ে।”

কাজলের এই মন্তব্য বলিউড মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ তাঁর বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন, সেলিব্রিটিদের জীবনই এমন — পাবলিক লাইফের অংশ। তবে একথা বলাই যায়, কাজল স্পষ্টভাবে সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানাতে অনুরোধ জানিয়েছেন।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon