Select language to read news in your own language

British Fighter Jeet : কেরালায় F-35 ব্রিটিশ যুদ্ধবিমানের জরুরি অবতরণ



জ্বালানির অভাবে বাধ্যতামূলকভাবে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার অভিযোগ - রিপোর্ট

সোমনাথ চৌধুরী

শনিবার রাতে কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ব্রিটিশ F-35 যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। জ্বালানির মাত্রা অত্যন্ত কম থাকায় রাত ৯:৩০ টার দিকে বিমানটি অবতরণের অনুমতি চেয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করে নিরাপদ অবতরণ নিশ্চিত করে।

পিটিআই সূত্র জানা গিয়েছে, শনিবার রাতে জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে  ব্রিটিশ F-35 যুদ্ধবিমানটি জরুরি অবতরণ করেছে।

এদিন সূত্র মারফত জানা গিয়েছে , বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নকারী বিমানটি রাত ৯.৩০ মিনিটে নিরাপদে অবতরণ করে।

প্রাপ্ত খবর অনুযায়ী, বিমানবন্দর কর্তৃপক্ষ মসৃণ ও নিরাপদ অবতরণ নিশ্চিত করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। "পাইলট জ্বালানি কম থাকার কথা জানিয়ে অবতরণের অনুমতি চেয়েছিলেন। সবকিছু দ্রুত এবং পেশাদারভাবে পরিচালনা করা হয়েছে,"।

বিমানটি বর্তমানে বিমানবন্দরে পার্ক করা আছে। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর জ্বালানি ভর্তি শুরু হবে,এমনটাই সূত্রের খবর।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon