ভারতের পরিবেশবান্ধব পরিকাঠামোর পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সুরাটের আলথনা এলাকায় তৈরি হয়েছে দেশের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি-চালিত বাস স্ট্যান্ড।
এই বাস স্ট্যান্ডে রয়েছে ফ্যান, এলইডি লাইট, মোবাইল চার্জিং পয়েন্ট এবং Wi-Fi—সব কিছুই চলে একমাত্র সূর্যের শক্তিতে। এতে যেমন জ্বালানি সাশ্রয় হবে, তেমনি পরিবেশও দূষণমুক্ত থাকবে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আরও এমন পরিবেশবান্ধব স্ট্যান্ড তৈরি করার পরিকল্পনা রয়েছে। সুরাটের এই উদ্যোগ অন্যান্য শহরের জন্যও একটি গ্রিন মডেল হিসেবে বিবেচিত হতে পারে।