Select language to read news in your own language

“নায়ক আর পরিচালকের পরেই নায়িকা?” — ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গভিত্তিক শ্রেণিবিন্যাস নিয়ে বিস্ফোরক নিত্যা মেনন


চলচ্চিত্রে লিঙ্গভিত্তিক শ্রেণিবিন্যাস নিয়ে স্পষ্ট কথা বললেন অভিনেত্রী নিত্যা মেনন। সম্প্রতি নিজের আসন্ন তামিল ছবি “Kadhalikka Neramillai”-এর প্রচারে গিয়ে তিনি বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন এক স্পষ্ট হায়ারার্কি (শ্রেণিবিন্যাস) কাজ করে, যেখানে সব সময় নায়ক আর পরিচালককে প্রথমে জায়গা দেওয়া হয়, আর নায়িকারা যেন সবসময় পিছনের সারিতে থাকেন।”

নিত্যা আরও বলেন, “এই মনোভাবটা একেবারেই সংকীর্ণ এবং অগ্রহণযোগ্য। কার কাজ কতটা গুরুত্বপূর্ণ, সেটা লিঙ্গ দিয়ে বিচার করা উচিত নয়। যে যার প্রাপ্য মর্যাদা পাক, সেটা নারী হোক বা পুরুষ।”

তার এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী এবং সময়োচিত বলে প্রশংসা করেছেন।

এখন প্রশ্ন উঠছে, এতদিন ধরে পুরুষতান্ত্রিক মানসিকতার যে ছায়া ভারতীয় চলচ্চিত্রে বজায় রয়েছে, তা ভাঙবে কী করে? নিত্যা মেনেনের মতো শিল্পীদের স্পষ্ট অবস্থান কি এই পরিবর্তনের প্রথম ধাপ?

“Kadhalikka Neramillai” মুক্তির অপেক্ষায়, আর তার আগেই নিত্যার এই বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon