Select language to read news in your own language

নতুন সম্পর্ক, নতুন আশ্রয়: স্টেপ-প্যারেন্টদের প্রতি কৃতজ্ঞতার এক বিশেষ সপ্তাহ

বিয়ার ব্রাউন

 

পৃথিবীর প্রতিটি সম্পর্ক জন্মসূত্রে তৈরি হয় না—কিছু সম্পর্ক তৈরি হয় মন থেকে, দায়িত্ব থেকে, ভালোবাসা থেকে। আর তেমনই এক বিশেষ সম্পর্ক হল স্টেপ-প্যারেন্ট ও সন্তানদের সম্পর্ক। Stepparents Week, প্রতি বছর জুন মাসের প্রথম সপ্তাহে পালিত হয়, এমন সব অভিভাবকদের সম্মান জানিয়ে যারা রক্তের নয়, ভালোবাসার বন্ধনে সন্তানদের কাছে পরিণত হন ‘বাবা’ বা ‘মা’-তে।

দ্বিতীয়বার বিয়ে বা সঙ্গীর আগের সন্তানের সঙ্গে একটি নতুন জীবনের শুরুতে সম্পর্কটা যেমন চ্যালেঞ্জিং হতে পারে, তেমনই হতে পারে এক অমূল্য অনুভবের উৎস। স্টেপ-মা বা স্টেপ-বাবা হওয়া মানে কেবল কারও জীবনে প্রবেশ করা নয়—বরং সেই সন্তানের আস্থা অর্জন করা, তার পাশে থাকা, প্রয়োজনের সময় তাকে আগলে রাখা।

সমাজে আজও এই সম্পর্ক অনেক সময় ভুল দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। অথচ, হাজারো পরিবারে স্টেপ-প্যারেন্টরা নিজেদের সবটুকু নিঃস্বার্থভাবে দিয়ে গড়ে তুলছেন ভালোবাসায় ভরপুর পরিবার।

একজন স্টেপ-মা বা স্টেপ-বাবা যিনি নিজের রক্তের না হয়েও সন্তানের জন্য ভোরবেলা উঠে স্কুলের টিফিন বানান, রাত জেগে তার অসুস্থতায় পাশে থাকেন—তিনিই তো প্রকৃত অর্থে মা বা বাবা।

অনেক স্টেপ-প্যারেন্ট এমনকি সন্তানের জীবনে এমন জায়গা তৈরি করেন, যা নিজের জৈবিক পিতামাতা কখনো দিতে পারেননি—নিরাপত্তা, স্থিতি ও গভীর মানবিক সহানুভূতি।

Stepparents Week আমাদের শেখায়—ভালোবাসা এবং পরিবার শুধুমাত্র রক্তের সম্পর্ক নয়, মন ও আচরণের সম্পর্ক। এটি এমন একটি সময়, যখন স্টেপ-প্যারেন্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় তাদের নিঃশব্দ আত্মত্যাগ ও অপরিসীম ধৈর্যের জন্য।

এই উপলক্ষে অনেক পরিবার ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন করে, সন্তানেরা একটি চিঠি লেখে বা উপহার দেয় সেই স্টেপ-প্যারেন্টকে, যিনি তাদের জীবনে আশ্রয়, ভালোবাসা ও স্নেহের প্রতীক হয়ে উঠেছেন।

Stepparents Week কেবল স্টেপ-মা বা স্টেপ-বাবাদের সম্মান জানানোর দিন নয়—এটি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের আহ্বান।

আজকের দিনে আসুন আমরা বলি— "আপনি রক্তের নন, কিন্তু আপনি আমাদের হৃদয়ের অংশ—আমার মা, আমার বাবা।"

অনুবাদ: পিয়া রায় 

 

 

 

 

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: