Select language to read news in your own language

মুসলিম ধর্মগুরুদের সাথে বৈঠকে RSS প্রধান মোহন ভাগবত,সংখ্যালঘু নীতিতে বদল BJP - র


সোমনাথ চৌধুরী :

বঙ্গের পদ্ম শিবিরে দীর্ঘদিন ধরে চলছিল মতপার্থক্য সংখ্যালঘুদের প্রতি বিজেপি নেতৃত্বের অবস্থান নিয়ে ।একদিকে উগ্র হিন্দুত্বের পথে হাঁটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে বঙ্গ বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্য, তার কৌশল অনেকটাই নরম সংখ্যালঘু প্রসঙ্গে ।এবার আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত সেই বিতর্কেই রাশ টানলেন।

গত বৃহস্পতিবার দিল্লির হরিয়ানা ভবনে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর ডাকে আয়োজিত ধর্মগুরুদের বৈঠকে অংশ নেন আরএসএস (RSS) মোহন ভাগবত ।আয়োজিত সেই বৈঠকে প্রায় ৫০-৬০ জন ইমাম, মাদ্রাসার শিক্ষক সহ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন ।বৈঠকের উদ্দেশ্য ছিল বিশ্বাস ও সম্প্রীতির পরিবেশ তৈরী করা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে।

আরএসএস (RSS) মুখপাত্রদের দাবি, সংঘ নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সমাজের সব অংশের সঙ্গে।  গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এই বৈঠক সেই ধারাবাহিকতা বজায় রাখতে। সিদ্ধান্ত হয়েছে, ভুল বোঝাবুঝি দূর করা হবে মন্দির ও মসজিদ কমিটিগুলির মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার মাধ্যমে এবং গড়ে তোলা হবে সামাজিক ঐক্য।

বৈঠকের পর বিজেপি শিবিরের একাংশের দাবি,উক্ত বৈঠকের মাধ্যমে আরএসএস (RSS) পরিষ্কার বার্তা দিয়েছে, বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের নরম হিন্দুত্বই দলের মূল পথ। শুভেন্দু অধিকারী যেভাবে বারবার সংখ্যালঘুদের ভোট না পাওয়ার যুক্তি তুলে ধরে তাঁদের বিরোধিতা করেছেন, তা একেবারেই সঙ্গতিপূর্ণ নয় আরএসএস (RSS) আদর্শের সঙ্গে।

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য  বলেন, “এটাই তো আমাদের প্রথম থেকে বলা আসা কথা। আমাদের কোনও বিরোধ নেই ভারতীয় মুসলিমদের সঙ্গে। আমরা উত্তরসূরি একই ইতিহাসের। ধর্ম পরিবর্তন হলেও বদলায় না পূর্বপুরুষ।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সম্প্রতি সুর নরম করেছেন। বিশেষ করে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা আলাদা করি না ভারতীয় মুসলিমদের, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে আমাদের সমস্যা।

উক্ত বৈঠকের ফলস্বরূপ, আরএসএস (RSS) ও বিজেপির (BJP) মধ্যে সংখ্যালঘুদের প্রতি অবস্থান নিয়ে যে দ্বিধা তৈরি হয়েছিল, তা অনেকটাই স্পষ্ট করে দিয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: