জনপ্রিয় পপ গায়িকা দুয়া লিপা ও অভিনেতা কলাম টার্নার তাদের বাগ্দানে স্বীকৃতি দিয়েছে। অনেক দিন ধরেই তাদের সম্পর্ক ঘিরে চলছিল জল্পনা ও গুঞ্জন — অবশেষে সেই গুঞ্জনকে সত্যিতে পরিণত করল এই আলোচিত জুটি।
দুয়া লিপা জানিয়েছে যে কলাম টার্নার সাথে একত্রে বুড়ো হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। কলামও প্রকাশ করেছিলেন যে দুয়া তাঁর জীবনকে আরও সুন্দর ও পরিপূর্ণ করেছে। ঘনিষ্ঠরা বলছে, খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে পারবেন।
অনুরাগীরা ও বিনোদন জগতের অনেকেই নতুন জীবন শুরু করতে যাওয়া এই জুটিকে ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছে।